24180

09/28/2024 জাতিসঙ্ঘে নেতানিয়াহুর ভাষণের সময় খালি অধিবেশন কক্ষ

জাতিসঙ্ঘে নেতানিয়াহুর ভাষণের সময় খালি অধিবেশন কক্ষ

রাজটাইমস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৬

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসঙ্ঘে ভাষণ দিতে মঞ্চে ওঠার পরপরই উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরা বের হয়ে গেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত সেখান থেকে বেরিয়ে যান। তাকে দেখাদেখি একে একে অন্যরাও বেরিয়ে যেতে থাকেন।

সাধারণ পরিষদের সম্প্রচারে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের অধিকাংশ আসনই খালি পড়ে আছে।

এ সময় নেতানিয়াহু জানান, যতদিন পর্যন্ত তাদের লক্ষ্য অর্জিত না হবে, ততদিন গাজায় যুদ্ধ অব্যাহত রাখবেন তারা। এ সময় তিনি হিজবুল্লাহকে নিয়েও আলোচনা করেছেন।

উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে হামাস বলেছে, নেতানিয়াহু ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তার জাতিসঙ্ঘে ভাষণ প্রদান নয়, আন্তর্জাতিক কারাগারে থাকা উচিত।

সূত্র : আল জাজিরা, আনাদোলু

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]