24197

04/18/2025 মক্তব থেকে ফেরার পথে প্রাণ গেল চার শিশুর

মক্তব থেকে ফেরার পথে প্রাণ গেল চার শিশুর

রাজটাইমস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮

কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন মিয়ার মেয়ে মারিয়া (১৪), তার বোন তানজিলা খাতুন (১৩), একই গ্রামের হেলাল মিয়ার মেয়ে জ্যোতি খাতুন (১০) এবং হানিফ মণ্ডলের মেয়ে মিম খাতুন (১২)।

স্থানীয় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া মসজিদের মক্তব থেকে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন মেয়েশিশু মারা যায়।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]