24224

04/20/2025 ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ধামইরহাটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২ অক্টোবর ২০২৪ ২০:৫৫

নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় থানা চত্বরে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পূজা পরিষদের সভাপতি বৈদ্যনাথ কর্মকার, সাধারণ সম্পাদক রামজনম রবিদাস, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার মহন্ত, কেন্দ্রীয় বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি শ্রী বিমল কর্মকার, বাজার কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী মহন প্রসাদসহ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সেক্রেটারী উপস্থিত ছিলেন।

চলতি বছরে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩০টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজার কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়াও ধামইরহাটে ৩০টি পূর্জা মন্ডবে সরকারি সহায়তায় চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রতিটি শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে পালিত করার জন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডবে ৫শত কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

৩০টি মন্ডবের দায়িত্বশীলদের কাছে চাল হস্তান্তরের কাগজ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী প্রমুখ। এবার ধামইরহাটে ৩০টি পুর্জা মন্ডবে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে। পূজা সুষ্টুভাবে সম্পন্নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]