24239

04/20/2025 ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত

রাজটাইমস ডেস্ক

৩ অক্টোবর ২০২৪ ১২:৩৭

লেবাননে ইসরাইলের হামলার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। বুধবার লেবাননের মন্ত্রী পরিষদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বেশিভাগ বাস্তুচ্যুত মানুষ পরিবারসহ নিজ বাড়ি ছেড়ে অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে। অনেকে নতুন জায়গায় বাড়ি ভাড়া নিয়েছে। অনেকে সরকারি-বেসরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছে।

প্রতিবেদনে আরো জানানো হয়, লেবানন থেকে হাজার হাজার মানুষ বিমানে অন্যত্র চলে গেছে, বিশেষ করে সিরিয়াতে।

২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে দেখা যায়, দুই লাখ ৩৪ হাজার ২৩ জন সিরীয় এবং ৭৬ হাজার ২৬৯ জন লেবাননের নাগরিক সিরিয়াতে প্রবেশ করেছে।

বাস্তুচ্যুতদের জন্য লেবাননে ৮৬৭টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এর মধ্যে ৬৪৩টি পূর্ণ হয়ে গেছে।

এদিকে বৈরুত ও এর শহরতলিতে হিজবুল্লাহর কর্মকর্তাদের ও স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে ইসরাইল। পাশাপাশি সীমিত আকারে স্থল অভিযানও শুরু করেছে।

এরই মধ্যে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের পাশাপাশি বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দারা নিরাপদ এলাকায় আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘাত তীব্রভাবে বেড়েছে, যা নিয়ে ওই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]