04/20/2025 ধামইরহাটে মহানবী (সা:)-কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৩ অক্টোবর ২০২৪ ২০:৫১
সাম্প্রতিক ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে পুরোহিতের কটূক্তির প্রতিবাদে নওগাঁর ধামইরহাট উপজেলায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সামনে মুসলিম ছাত্র ও জনতার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেনী পেশার শতাধীক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মো. ইউসুফ আলী হাবিবী, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ নোমান, মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মো. নুরুজ্জামান, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, সঞ্চালক ও মুসলিম ছাত্র জনতার আহবায়ক মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটূক্তিকারী পুরোহিতকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।