24274

04/18/2025 নগরীতে মুসল্লীদের বিক্ষোভসহ মানববন্ধন

নগরীতে মুসল্লীদের বিক্ষোভসহ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর ২০২৪ ১৮:১৬

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে মানহানীকর বক্তব্য প্রদান করায় রাজশাহীতে মুসল্লীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার সকালে রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছুদিন আগে প্রিয় নবী শ্বানে মানহানীকর বক্তব্য দিয়েছে ভারতের এক হিন্দু ধর্মপন্ডিত এবং বিজেপি নেতা। সারা বিশ্বের মুসলমানদের পক্ষে আমরা চাই অবিলম্বে সেই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশ সরকারের উচিত হবে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এই জঘন্য কর্মের শক্ত প্রতিবাদ করা। ভারত সরকারকে চাপ দেয়া যেন কুলাঙ্গার রামগিরিকে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করে। একই সাথে বাংলাদেশের হিন্দুদের উচিত তাদের আসন্ন দূর্গা পূজায় এ ব্যাপারে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পেশ করে কটূক্তিকারীর শাস্তি দাবী করা। মানববন্ধনে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বসন্তকেদার দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা আলাউদ্দিন, ডা: মো: মাহবুবুল আলম, চেয়ারম্যান, বিসিএস ইউনিক, রাজশাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরেফিন সবুজ, নিউ ডিগ্রী কলেজ, রাজশাহী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]