04/18/2025 সরে গেছে লঘুচাপ, নামল সতর্কতা সংকেত
রাজটাইমস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪ ১৫:১৯
টানা কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি সরে গেছে। ফলে দেশের সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেতও নামিয়ে দেওয়া হয়েছে।
রোববার (৬ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, লঘুচাপ যেটি ছিল, সেটি আর নেই। এটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলে গেছে। ফলে, সতর্কতা সংকেত প্রত্যাহার করা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাও কমে এসেছে।
এর আগে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছিল আবহাওয়া অধিদফতর।
এদিকে আবহাওয়া অধিদফতরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু-কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।