24281

04/20/2025 হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা এবং ইসরাইলের ২৫ সেনা নিহত

হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা এবং ইসরাইলের ২৫ সেনা নিহত

রাজটাইমস ডেস্ক

৬ অক্টোবর ২০২৪ ১৫:২২

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে চলছে তুমুল লড়াই। এদিকে, ইসরাইলি বিমান হামলার পর হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনের সাথে সংগঠনটির যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

সময় গড়ানোর সাথে সাথে লেবাননে হামলা বাড়িয়েছে ইসরাইল বাহিনী। নতুন করে বিমান হামলায় বৈরুতের দক্ষিণের শহরতলিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা দাবি করেছে ইসরাইল। যদিও হিজবুল্লাহ যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে। গোষ্ঠীটির দাবি, এখন পর্যন্ত তাদের হামলায় ইসরাইলের ২৫ সেনা নিহত হয়েছে।

এদিকে, ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন, প্রতিশোধ নিতে এই হামলা হবে। তবে নির্দিষ্ট দিন-ক্ষণ জানাননি ইসরাইলি প্রধানমন্ত্রী।

অন্যদিকে, গাজা এবং পশ্চিম তীরে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গাজার দেইর আলা বালাহ শহরের একটি মসজিদে বোমা হামলায় ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। উত্তরাঞ্চলে বিমান হামলায় আরো ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। গাজায় যুদ্ধবিরতির আহ্বানে যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে আবারো জোরালো হয়েছে আন্দোলন। রাস্তায় নেমে বিক্ষোভ করছে হাজারো ফিলিস্তিন সমর্থক।

গাজায় বন্দী ইসরাইলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ফ্রান্স, সৌদি আরব এবং কাতার নেতাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]