04/19/2025 রাজশাহীতে কেটে বিক্রি হচ্ছে ইলিশ
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪ ০৮:৫৮
রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ মাছ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। ব্যবসায়ীরা বলছেন কেউ চাইলেই এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পরবেন।
বিক্রেতারা জানান, ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না। আর সর্বনিম্ন আড়াইশ গ্রাম ইলিশ কিনতে একজন ক্রেতাকে গুনতে হচ্ছে অন্তত ৪০০-৫০০ টাকা।এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এমন ব্যাতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে ইলিশ কিনতে পারেন সকল শ্রেনী পেশার মানুষ।অনিয়ন্ত্রিত বাজার সিন্ডিকেট এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে নাগালের বাইরে ইলিশের বাজার । নতুন সরকারের কাছে সচেতন মহলের দাবি বাজার সিন্ডিকেট ভেঙে দাম নিয়ন্ত্রণ করা। সকাল ১১ টায় নগরীর সাহেববাজার মাছবাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।