24332

04/20/2025 জাপানি সংস্থা নিহন হিডানকিও জিতলো শান্তিতে নোবেল

জাপানি সংস্থা নিহন হিডানকিও জিতলো শান্তিতে নোবেল

রাজটাইমস ডেস্ক

১১ অক্টোবর ২০২৪ ১৭:৩৭

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিডানকিও। পারমাণবিক অস্ত্রবিরোধী বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জাপানের সংগঠনটিকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

২০২৩ সালে ইরানের নার্গিস মোহাম্মাদি শান্তিতে নোবেল পেয়েছিলেন। ইরানি নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়।

এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি আর প্রতিষ্ঠান ছিল ৮৯ টি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]