04/20/2025 নাটোরে বজ্রপাতে নিহত ২
রাজটাইমস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ২০:৪৮
নাটোরের নলডাঙ্গা হালতিবিলে শামুক তুলতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গুরুতর অবস্থায় আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেনের ছেলে মোমিন হোসেন, আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের সাদেক আলীর ছেলে মো. রায়হান। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকালে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে শামুক তুলতে যান তিনজন। এ সময় নৌকার ওপর বজ্রপাত হলে তারা তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে মোমিন হোসেন ও অজ্ঞাত একজনসহ দুজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় সেন্টু নামে অপর একজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।