24347

04/20/2025 স্কুলছাত্রীর বিয়ে দেয়ার চেষ্টা; ৩ জনের কারাদণ্ড

স্কুলছাত্রীর বিয়ে দেয়ার চেষ্টা; ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর ২০২৪ ১৮:৩৪

রাজশাহীর পবা উপজেলায় ১৩ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করায় বরসহ তিনজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে, ছেলের বাবা ও মেয়ের খালুর ছয় মাসের বিনাশ্রম কারদণ্ড দেন। পরে ওই কিশোরীকে উপজেলার বায়ায় অবস্থিত মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসন (সেফহোমে) পাঠানো হয়। গত শুক্রবার এ বিয়ের আয়োজন চলছিল উপজেলার বাগশৈল গ্রামে।

এলাকাবাসী জানায়, ১৩ বছরের ওই কিশোরীর সাথে ৩০ বছর বয়সি বাকপ্রতিবন্ধী আশরাফুল ইসলামের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। সে পবা উপজেলার বাগশৈল গ্রামের শুকুর উদ্দিনের পুত্র। সে এর আগে আরও দুটো বিয়ে করেন। এবার বসেছিলেন তৃতীয় বিয়ের পিঁড়িতে। মেয়ের বাবা নেই। খালু (পালক পিতা) এ বিয়ের আয়োজন করে। তার নাম জাফর আলী। তার বাড়িও একই গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবার ইউএনও সোহরাব হোসেন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ছেলের, ও ৮ ধারায় অভিভাবকদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার বিকালে ছেলে, ছেলের বাবা ও মেয়ের খালুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]