24354

04/20/2025 গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২২

গাজায় শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ২২

রাজটাইমস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪ ১৩:২৬

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) ওই শরণার্থী শিবিরে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গাজা উপত্যকায় ইসরাইলের স্থল হামলা আরো জোরদার করা হয়েছে।

শনিবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলি সেনাবাহিনীর কঠোর সমালোচনা করে বলেছে, ‘এই হত্যাযজ্ঞ আমাদের জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার ধারাবাহিকতা, যা যুক্তরাষ্ট্রের সমর্থনে ঢাকা পড়েছে।’

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, হামলায় ৯০ জনেরও বেশি লোক আহত হয়েছে। এ হামলা হচ্ছে ‘জনগণকে সরে যাওয়ার নির্দেশ প্রত্যাখ্যানের জন্য শাস্তি’।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি যুদ্ধ বিমানগুলো জাবালিয়া শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বোমা হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে।

আল-জাজিরা জানায়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ হয়। এরপরই হতাহতদের অনেকেই ‘টুকরো টুকরো হয়ে’ হাসপাতালে পৌঁছেছেন।

পরিস্থিতি ‘ভয়াবহ’ উল্লেখ আল-জাজিরার প্রতিনিধি মোথ আল-কাহলাউত বলেন, ইসরাইলি সামরিক বাহিনী উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। হাসপাতালটিতে গুরুতর আহত থেকে শুরু করে নবজাতক পর্যন্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র : আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]