2436

05/19/2024 মানুষ সাবলম্বী হলে চোরাচালান কমবে

মানুষ সাবলম্বী হলে চোরাচালান কমবে

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২০ ০০:৫২

সীমান্তের মানুষ যতো বেশি সাবলম্বী হবে, সীমান্তে ততো চোরাচালান কমে আসবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকায় মাঝিদের মাঝে নৌকা বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক মনে করেন, এই ১০০টি নৌকা শুধুমাত্র ১০০ জন জেলেকেই নয়, বরং ১০০টি পরিবার ও পরিবারের সদস্যদেরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। সীমান্তের প্রান্তিক জনগোষ্ঠী যতই সাবলম্বী হয়ে উঠবে সীমান্ত সংক্রান্ত অপরাধ এবং চোরাচালান ততই হ্রাস পাবে।

শত নৌকায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে বিজিবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ-এর এই মাহেন্দ্রক্ষণে বিজিবি দিবস ২০২০ উপলক্ষ্যে সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বিজিবি পদ্মা, মেঘনা, যমুনা ও ইছামতি নদীর পাড়ের প্রান্তিক হতদরিদ্র ১০০ জন মাঝির মধ্যে ১০০টি নৌকা বিতরণ করেছে।

এসময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, বিজিবি রিজিয়ন সদর দফতর রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মো. মাসুদ, রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]