24368

09/10/2025 ইসরাইলিদের দেশত্যাগ বেড়েছে ৩ গুণ

ইসরাইলিদের দেশত্যাগ বেড়েছে ৩ গুণ

রাজটাইমস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৪ ২১:০৯

ইসরাইলিদের দেশত্যাগ বেড়েছে তিন গুণ। রোববার (১৩ অক্টোবর) ইসরাইলি গণমাধ্যমের সূত্রে এমন তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, চলতি বছর প্রথম সাত মাসে ৪০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছে। এটা যুদ্ধের আগের যেকোনো সময়ের চেয়ে তিন গুণ বেশি। কারণ, আগে মাসে দুই হাজারের চেয়ে কিছু বেশি লোক দেশত্যাগ করতো।

সাম্প্রতিক বছরগুলোতে প্রায় এক মিলিয়ন ইসরাইলি বিদেশী পাসপোর্ট পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশের বীমা নীতি হিসেবে তারা সেসব পাসপোর্ট প্রাপ্ত হয়েছে।

বিদেশে আর্থিক স্থানান্তরের বিষয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ইসরাইলিরা প্রথম সাত মাসে আমানত হিসেবে সাত বিলিয়ন ডলার বিদেশে স্থানান্তর করেছে।

সংবাদপত্রটি একে ‘ব্রেন ড্রেন’ হিসেবেও আখ্যা দিয়েছে। কারণ, অভিবাসীদের মধ্যে ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট এবং উচ্চ-প্রযুক্তি বিশেষজ্ঞরাও রয়েছেন। তাদেরকে বিদেশী কোম্পানিগুলো আকর্ষণীয় অফারে নিয়ে গেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]