2437

04/18/2025 চোর সন্দেহে দু’যুবককে নির্যাতনের অভিযোগ

চোর সন্দেহে দু’যুবককে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৬ ডিসেম্বর ২০২০ ০১:০৭

চোর সন্দেহে ২ যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনে অহতরা হলেন, উপজেলার মোহর গ্রামের ইসাহাক আলীর ছেলে সেলুন ব্যবসায়ী ফিরোজ কবির (২৪) ও একই গ্রামের আমজাদ আলীর ছেলে ট্রলিচালক জসিম উদ্দীন (২৮)।

সোমবার দুপুরে আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। তারা হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ফিরোজের পায়ে হাতুড় দিয়ে লোহার পেরেক পুতে দেয়া হয়। আর জসিমকে লোহার রড় ও হাতুড়ী দিয়ে পেটানো হয়। এ সময় তাদের একটি মটোরসাইকেল ভাংচুর করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]