24377

04/19/2025 জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন ও ওয়েবসাইট চালু

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের হটলাইন ও ওয়েবসাইট চালু

রাজটাইমস ডেস্ক

১৪ অক্টোবর ২০২৪ ১১:৪৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত-নিহতদের বিভিন্ন তথ্য সংগ্রহে হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরটি হলো ১৬০০০।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নম্বরে কল করে তথ্য দেওয়া ও নেওয়া যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোয় এ নম্বর বন্ধ থাকবে।

একই সঙ্গে ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করতে চালু করা হয়েছে একটি ওয়েবসাইট। সেটি হলো www.jssfbd.com।

এতে প্রবেশ করে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারবে। পাশাপাশি গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য এ ওয়েবসাইট ব্যবহৃত হবে।

রবিবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]