24400

04/19/2025 সেনাপ্রধান ১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন

সেনাপ্রধান ১১ দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২৪ ১৩:৫৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে আজ ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সফরকালে তিনি জাতিসঙ্ঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশ নেবেন ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

বৈঠকে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।

আইএসপিআর জানায়, সেনা প্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]