24401

04/19/2025 ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রাজটাইমস ডেস্ক

১৫ অক্টোবর ২০২৪ ১৪:০০

ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকার আব্দুল্লাপুর থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামে একটি একটি বাসের সাথে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে ছেড়ে আসা খাগড়াছড়ি পরিবহন নামে অপর একটি বাসের মুখোমুখি এ সংঘর্ষ হয়।

নিহতদের সকলে খাগড়াছড়ি পরিবহনের যাত্রী ছিল বলে হাইওয়ে থানার ওসি নিশ্চিত করেন।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]