24424

04/19/2025 একাকী জেলের অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে ইমরানকে

একাকী জেলের অন্ধকার কুঠুরিতে ফেলে রাখা হয়েছে ইমরানকে

রাজটাইমস ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪ ১৭:০৭

জেলের অন্ধকার কুঠুরিতে একাকী দিন কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কেটে দেওয়া হয়েছে সেই সেলের বিদ্যুৎ সংযোগও। এমনকি নিজের ছেলেদের সাপ্তাহিক ফোন কলও করতে পারছেন না তিনি। এমনই গুরুতর অভিযোগ ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের।

এই মুহূর্তে দুদিনের এসসিও সম্মেলন আয়োজিত হচ্ছে পাকিস্তানে। আর সেই সময়ই এমন অভিযোগ আনলেন জেমিমা। শীর্ষ সম্মেলনের আগের দিনগুলোতে, কর্তৃপক্ষ ইমরান খানের শত শত সমর্থককেও গ্রেফতার করেছিল। এসব সমর্থকরা ইসলামাবাদে মিছিল করার চেষ্টা করেছিল।

১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিল জেমিমা গোল্ডস্মিথের। ইমরানের সাবেক স্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, জেলে ব্যক্তিগত পরিদর্শন বন্ধের পাশাপাশি আদালতের নির্দেশ অমান্য করে তার দুই ছেলে সুলেইমান ও কাসিম খান যারা লন্ডনে থাকেন, তাদের সঙ্গে সাপ্তাহিক ফোন কলও করতে দেওয়া হচ্ছে না গত ১০ সেপ্টেম্বর থেকে।

তিনি লিখেন, আমরা জানতে পেরেছি তার সেলের আলো নিভিয়ে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। কোনো সময়ই সেই সেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই তার। জেলের রাঁধুনিকেও ছুটিতে পাঠানো হয়েছে। উনি একাকী বন্দি রয়েছেন। একেবারে অন্ধকারে, বহির্বিশ্বের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। আইনজীবীরা তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

জেমিমার আরও অভিযোগ, কেবল ইমরান নয়, তার পরিবারের অন্যান্য সদস্যদেরও হেনস্তা করা হচ্ছে। তার এক ভাগ্নে হাসান নিয়াজি যিনি একজন সাধারণ পাক নাগরিক, তাকে ২০২৩ সালের আগস্ট থেকে সেনার হেফাজতে রাখা হয়েছে।

সম্প্রতি ইমরানের দুই বোন ইজমা ও আলিমা খানকেও গ্রেফতার করা হয়েছে। এই দুজন বরাবরই তার গ্রেফতার নিয়ে সরব ছিলেন। ২০২৩ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিওয়ালা কারাগারে বন্দি রয়েছেন। ৭২ বছর বয়সী ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]