24430

04/02/2025 ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত’ বাংলাদেশ

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত’ বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪ ২৩:৫২

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় বিশ্বের মধ্যে ৫০তম স্থানে রয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সূচক ১০০ ধরে বাংলাদেশের পয়েন্ট বলা হয়েছে ৪০।

আজ বুধবার 'ফ্রিডম অন দ্য নেট ২০২৪' শীর্ষক প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। সেখানে বাংলাদেশকে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতায় ‘আংশিক মুক্ত‘ বলে অভিহিত করা হয়েছে।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ফ্রিডম হাউস প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করে থাকে। প্রতিবেদন অনুযায়ী এই বছর শীর্ষস্থানে আছে আইসল্যান্ড। তাদের পয়েন্ট ৯৪। এই দেশটির ব্যবহারকারীরা ইন্টারনেটে সবচেয়ে বেশি স্বাধীনতা উপভোগ করে থাকে।

দক্ষিণ এশিয়ার মধ্যে এই তালিকায় এগিয়ে আছে শ্রীলঙ্কা (৩৯) ও ভারত (৪১)। এরপরই বাংলাদেশ থেকে শুধু পিছিয়ে আছে পাকিস্তান। তাদের অবস্থান ৬৩। নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানকে এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়নি।

ফ্রিডম হাউজের ওয়েবসাইটে বলা হয়, ইন্টারনেট সংযোগ পেতে বাঁধা, কনটেন্টের সীমাবদ্ধতা ও ভোক্তা অধিকার লঙ্ঘন; এই তিন সূচকের মানের সমন্বয়ে ১০০ পয়েন্টের স্কোর সাজানো হয়েছে। সে অনুযায়ী, যে দেশের পয়েন্ট যত বেশি, সে দেশে নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা তত বেশি।

প্রাপ্ত স্কোরের ভিত্তিতে দেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। পয়েন্ট ৭০ থেকে ১০০-র মধ্যে থাকলে সেই দেশ 'মুক্ত'। ৪০ থেকে ৬৯-র মধ্যে থাকলে 'আংশিক মুক্ত'। আর শূন্য থেকে ৩৯-র মধ্যে থাকলে সেই দেশকে 'মুক্ত নয়' বিভাগে রাখা হয়েছে। ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ 'আংশিক মুক্ত' বিভাগে স্থান পেয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]