24431

04/19/2025 চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল

চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিলো ইসরাইল

রাজটাইমস ডেস্ক

১৬ অক্টোবর ২০২৪ ২৩:৫৬

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে ত্রাণ প্রবাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করার হুমকি দেয়ার একদিন পর গাজা উপত্যকায় ত্রাণবাহী ৫০টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল।

বুধবার (১৬ অক্টোবর) ইসরাইলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ড তত্ত্বাবধায়নে ইসরাইলি সরকারের ইউনিট কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজের (সিওজিএটি) মতে, জর্দান থেকে অ্যালেনবি সেতু হয়ে ত্রাণসামগ্রী গাজায় স্থানান্তর করা হয়েছে। এটি ইসরাইল ও উত্তর গাজার মধ্যবর্তী একটি রাস্তা যা গত মে মাসে ত্রাণসামগ্রী স্থানান্তরের জন্য খোলা হয়।

সহায়তার মধ্যে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে সিওজিএটি।

বিবৃতিতে তারা আরও বলেছে, গাজায় ত্রাণ প্রবেশের সুবিধার্থে এবং এই প্রক্রিয়া সহজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরাইলের ক্রমাগত বাধার পর গতকাল এতে হস্তক্ষেপ করে হোয়াইট হাউস।

ইসরাইলকে সতর্ক করে এক চিঠিতে যুক্তরাষ্ট্র বলে, আগামী ৩০ দিনের মধ্যে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের পরিমাণ না বাড়ালে (ইসরাইলকে) সামরিক সহায়তা সরবরাহ বন্ধ করে দেয়া হবে।

গাজার উত্তরাঞ্চলে মৌলিক সুবিধার অভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে এবং ইসরাইল সেখানে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করছে বলে জাতিসঙ্ঘের উদ্বেগের পর এই চিঠি দেয়া হয়।

জাতিসঙ্ঘ জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজায়, বিশেষ করে উত্তরাঞ্চলে খাদ্য, পানি, গ্যাস, জ্বালানি ও ওষুধসহ ত্রাণ সরবরাহের ওপর ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]