2444

09/19/2024 রাবিতে এবার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

রাবিতে এবার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

রাজটাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০ ০২:৫৬

মহামারী প্রাদুর্ভাবে শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতির ভিত্তিতে নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা। পাশাপাশি এবারও থাকছে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

নতুন ভর্তির এই নিয়মের বিষয়টি নিশ্চিত করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির। তিনি বলেন, অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হলেও এ বছর শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক হুমায়ন কবির আরো জানান, যেসব শিক্ষার্থী ২০২০ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করেছেন, এ বছর শুধু তারাই পরীক্ষায় অংশ নিতে পারবেন। তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটকে তিনটি আলাদা শিফটে ভাগ করে তিন সপ্তাহজুড়ে এ পরীক্ষা নেওয়া হবে। সপ্তাহের যে কোনও একদিনে একটি ইউনিটের সব শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।

তিনি আরও জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম সাজানো হবে। প্রতিটি ইউনিটে ৩০ হাজার করে মোট ৯০ হাজার শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]