24451

04/19/2025 আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হবে

আন্দোলনে প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা দেয়া হবে

রাজ টাইমস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৪ ২২:২২

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারকে পূনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে সহায়তা দেয়া হবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এ টাকা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেন, পরবর্তীকালে যাচাই-বাছাই করে যদি আরো টাকা দেয়ার প্রয়োজন হয়, সেটাও করা হবে।

তিনি জানান, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছে শুধু তাদের পুনর্বাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে। আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে আগামী সপ্তাহে একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আহতের যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া প্রয়োজন হয় সেটি করা হচ্ছে। ইতোমধ্যে সাতজনের একটি তালিকা প্রস্তুত হয়েছে। যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটি করব।’

তিনি বলেন, ‘সরকারের তরফ থেকে আবারো স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাশত করা হবে না। বাংলাদেশের সরকারি-বেসরকারি সকল হাসপাতলে বলে দেয়া হয়েছে, তাদেরকে বিনা পয়সার চিকিৎসা দেয়া হবে। তারপরও যারা পয়সা দিয়েছে তাদেরকে বলে দেয়া হয়েছে তাদের পয়সা ফেরত দেয়ার জন্য।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]