24467

04/20/2025 সরকারকে চাপে রাখতে রাজশাহীতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

সরকারকে চাপে রাখতে রাজশাহীতে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২৪ ১৭:৩৪

বর্তমান সরকারকে চাপে রাখতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসরা পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।

শুক্রবার (১৮ অক্টোবর)বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইলে পরিবহন গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

নজরুল ইসলাম হেলাল বলেন, গত ১৬ অক্টোবর মালিক সমিতির পক্ষ থেকে ৬ থেকে ৭ জন একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে ওই দিন সমিতির নানান বিষয়ে স্মারকলিপি দেওয়ার পূর্বে মাইনুল হক হারু, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, আওয়ামী লীগ নেতা রাকেশ , মোমিন,গৌতম, জাহাঙ্গীর সহ প্রায় ৪০-৫০ জনের একটি দল অতর্কিত হামলা করে আমাদের উপরে।

এসময় আমরা গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা বাড়িতে ফিরে যাই। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, বাস মালিকদের উপর হামলার ঘটনার পর বিক্ষুব্ধ মালিক শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে আমরা তাদের আশ্বস্ত করেছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সেই আশ্বাসে কোন ধরনের পরিবহন ধর্মঘটে যায়নি। আমাদের লক্ষ্য এ সরকারকে সহযোগিতা করা। কিন্তু এই চক্রটি বারবার রাজশাহী পরিবহন সেক্টর কে অস্থিশীল করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ রয়েছে মালিক শ্রমিকরা

এসময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল দোষীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানান।

সংবাদ সন্মেলনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বাবুসহ শামশুজ্জামান মামুন, মজিবুর রহমান,সেন্টু,জিল্লুর রহমান, টারজান আলী শংকর কুমার, রফিকুল ইসলাম পাখি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]