2448

03/16/2025 বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

রাজটাইমস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০ ০৪:০১

দেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই নিষেধাজ্ঞা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগের নিষেধাজ্ঞা এক মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. ছিদ্দিক উল্যাহ্ মিয়া। 

আদালতের এই নির্দেশনা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক প্রার্থীদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

শুনানিতে আবেদনের পক্ষে অংশগ্রহণ করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ (ফরহাদ), অ্যাডভোকেট জাফর সিদ্দিক। অপর এক আবেদনের পক্ষে ছিলেন মো. ছিদ্দিক উল্যাহ মিয়া।

গণমাধ্যমকে আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন মো. হানিফ জানান, ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট একটি রায় দেন। ওই রায়ে কয়েক দফা নির্দেশনা ছিল। তার মধ্যে একটি ছিল, সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু ২ বছরেও রায় বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে ২০১৯ সালে রুল জারি করেন হাইকোর্ট। এ রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ৩০ হাজার প্রার্থীর জন্য গণবিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। এরপর নিয়োগ থেকে বিরত থাকতে একটি আবেদন করেন রিটকারীরা। 

এই আইনজীবী আরও জানান, এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এক মাসের জন্য বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করা থেকে বিরত থাকতে নিষেধাজ্ঞা দিয়েছেন।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]