24483

04/20/2025 ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৪৪৮

ইসরাইলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২৪৪৮

রাজটাইমস ডেস্ক

২০ অক্টোবর ২০২৪ ১০:২৩

ইসরাইল-হিজবুল্লাহ সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২ হাজার ৪৪৮ জন।

আহতের সংখ্যা ১১ হাজার ৪৭১।

লেবাননের মন্ত্রিপরিষদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি বিমান হামলায় ৩০ জন নিহত ও ১৩৫ জন আহত হয়েছেন।

এছাড়া বিভিন্ন এলাকায় ৮২টি জায়গায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইল।

বিশেষ করে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বেড়েছে। লেবাননে ইসরাইলের ‘আগ্রাসন’ শুরুর পর থেকে এই এলাকায় ১০ হাজার ৪১৫ বার হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুতদের জন্য ১ হাজার ৯৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে ৯০১টি এরই মধ্যে সর্বোচ্চ ধারণক্ষমতা অতিক্রম করেছে।

ইসরাইলি হামলা শুরুর পর ২৩ সেপ্টেম্বর থেকে ৩ লাখ ৩৭ হাজার ৯৭২ জন সিরীয় নাগরিক এবং ১ লাখ ৩৮ হাজার ৫ জন লেবাননের নাগরিক সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।

গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাস-ইসরাইল সঙ্ঘাতের সমর্থনে ৮ অক্টোবর ইসরাইলের বিপক্ষে প্রতিরোধ গড়তে থাকে হিজবুল্লাহ। লেবানন-ইসরাইল সীমান্তে ক্রমাগত উত্তেজনা বাড়তে থাকায় ওই অঞ্চলে বৃহৎ পরিসরে সঙ্ঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র : এএফপি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]