24491

03/18/2025 আবু সাইদ স্নাতক পরীক্ষার মেধা তালিকায় ১৪তম

আবু সাইদ স্নাতক পরীক্ষার মেধা তালিকায় ১৪তম

রাজটাইমস ডেস্ক

২০ অক্টোবর ২০২৪ ১৯:০৮

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ স্নাতক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. শওকাত আলীর অনুমোদনের পর এ ফল প্রকাশ করা হয় বলে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

মৃত্যুর তিন মাস তার পরীক্ষার ফল প্রকাশ পেল। তাতে সাঈদ সিজিপিএ-৩ দশমিক ৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪ তম স্থান অর্জন করেছেন।

ফলাফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুর রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াছ হোসেন এবং অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফিরোজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় ভিসি শওকাত আলী বলেন, ‘মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদ আমাদের মাঝে নেই। কিন্তু তার স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হল। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪ তম হয়েছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]