24496

04/20/2025 হিজবুল্লাহর ৩ কমান্ডার হত্যার দাবি ইসরাইলের

হিজবুল্লাহর ৩ কমান্ডার হত্যার দাবি ইসরাইলের

রাজটাইমস ডেস্ক

২০ অক্টোবর ২০২৪ ২০:১৮

হিজবুল্লাহর তিন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। তারা বলেছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন।

নিহতারা হলেন দক্ষিণ কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস সালেমাহ, যোগাযোগ বিশেষজ্ঞ রাদজা আব্বাস আওয়াচি এবং কৌশলগত অস্ত্র উন্নয়নের সাথে সংশ্লিষ্ট আলী হুসেইন

তবে এ বিষয়ে হিজবুল্লাহর কোনো মন্তব্য জানা যায়নি।

এদিকে, দক্ষিণ লেবাননে অর্ধ-শতাধিক জায়গায় হামলা করেছে ইসরাইল। রোববার (২০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী রাতারাতি ৫০টির বেশি গ্রাম ও শহরে হামলা করেছে। এর মধ্যে নাবাতিহ শহরে অন্তত সাতবার আঘাত হেনেছে। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাবাতিহ শহরটি হামলার শিকার হলো।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের ৫০টির বেশি শহর ও গ্রামে হামলা করেছে। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের হতাহতেরও খবর পাওয়া গেছে। তবে সংবাদমাধ্যমটি সুনির্দিষ্টভাবে তার সংখ্যা উল্লেখ করেনি।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমও সকালে হারেত হরিক এবং হাদা এলাকায় ইসরাইলি হামলার খবর দিয়েছে। হিজবুল্লাহর দক্ষিণ বৈরুতের শক্ত ঘাঁটি দাহিয়েহতে ওই হামলা করা হয়।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]