24508

04/20/2025 ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২৪ ১৩:৫৪

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীরা একটি নির্মাণকাজের স্থানে গুলি চালালে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

সোমবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। রোববারের হামলাটি ছিল বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কাশ্মিরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রোববারের শেষের দিকে হামলাটিকে ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থাগ্রহণের অঙ্গিকার করেছেন।

আক্রমণকারীরা হিমালয় অঞ্চলের বাইরের শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। তারা কাশ্মিরকে সুদূর উত্তর লাদাখ অঞ্চলের সাথে সংযোগকারী একটি টানেল তৈরি করছে বলে জানা গেছে।

নিহত সাতজনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।

বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) সোমবার জানিয়েছে, এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছে।

১৯৮৯ সাল থেকে বিদ্রোহীদের সাথে লড়াইরত কাশ্মিরে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য এবং বিদ্রোহী নিহত হয়েছে এবং বর্তমানে সেখানে অন্তত পাঁচ লাখ ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে।

সূত্র : বাসস ও এএফপি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]