04/19/2025 সেন্টমার্টিনে ভ্রমণ ও রাত্রিযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত
রাজটাইমস ডেস্ক
২২ অক্টোবর ২০২৪ ২০:৫৭
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংএ এসব তথ্য জানানো হয়। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ব্রিফ করা হয়।
ব্রিফিংএ বলা হয়, নভেম্বরে সেন্টমার্টিনে পর্যটক যেতে পারবে। কিন্তু রাতে থাকতে পারবে না। আর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক রাতে থাকতে পারলেও তার সংখ্যা নির্দিষ্ট থাকবে। প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না।
ফেব্রুয়ারি মাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সেন্টমার্টিন বন্ধ থাকবে বলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।