04/20/2025 ড্রোন হামলার সাইরেনে বাঙ্কারে পালালেন ব্লিঙ্কেন!
রাজটাইমস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ১৮:২৮
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর করছেন। গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর এটা মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের ১১তম সফর।
তিনি বুধবার সকালে ইসরায়েলের রাজধানী তেলআবিবের একটি হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় হঠাৎ ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার সাইরেন বেজে উঠে।
ব্লিঙ্কেন তখন জীবন বাাঁচাতে পড়িমড়ি করে সেখান থেকে পালিয়ে ভূগর্ভস্থ বাঙ্কারে গিয়ে আশ্রয় নেন। খবর আল-আরাবিয়ার।
ইসরায়েলের বিমান বাহিনী লেবানন থেকে উড়ে আসা দুটি রকেট গুলি করে ভূপাতিত করেছে। তেলআবিবে বুধবার সকালে কয়েক দফা বিমান হামলার সাইরেন বেজে উঠে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সকালের নাস্তা শেষে হোটেলের হল রুমে সংবাদ সম্মেলনে জড়ো হন। এ সময় সাইরেন বেজে উঠলে নিচের তলায় পালিয়ে গিয়ে আশ্রয় নেন সবাই।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লোহিত সাগরের বন্দর শহর ইলাতকে লক্ষ্য করে পূর্ব দিক থেকে ধেয়ে আসে ওই ড্রোনগুলো। ড্রোন বা রকেট হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।
ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা বলেছে যে তারা বুধবার একাধিক ড্রোন দিয়ে ইলাতে হামলা করেছে। ইরানপন্থী এ প্রতিরোধ যোদ্ধারা বলেছে, আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত করেছি।