24538

04/19/2025 সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, অর্ধশতাধিক আটক

সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ, অর্ধশতাধিক আটক

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২৪ ১৮:৩৪

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে শত শত শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় ৫৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেয় তাদের।

এর আগে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন সচিবালয়ে। শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন।

এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।

রাজধানীর শাহাবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]