24567

04/19/2025 ছাত্র আন্দোলনে পুলিশের মৃত্যু নিয়ে ভুল তথ্যের বিষয়ে সতর্ক করল সরকার

ছাত্র আন্দোলনে পুলিশের মৃত্যু নিয়ে ভুল তথ্যের বিষয়ে সতর্ক করল সরকার

রাজটাইমস ডেস্ক

২৫ অক্টোবর ২০২৪ ১৯:২২

জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনে নিহত পুলিশ সদস্যের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে জনগণ ও কয়েকটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (২৫ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এ সতর্কতার কথা বলা হয়।

উপদেষ্টার প্রেস উইংয়ে বলা হয়েছে ‘আমরা লক্ষ্য করেছি কিছু সংবাদমাধ্যম এবং ব্যক্তি এই সময়ের মধ্যে পুলিশের মৃত্যুর সংখ্যা সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

বিক্ষোভ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত কর্মকর্তা বা কনস্টেবলদের একটি বিস্তারিত তথ্য সংরক্ষণ করেছে পুলিশ বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দফতর।

অভ্যুত্থানের সময় আরো পুলিশ নিহত হয়েছে বলে কেউ দাবি করলে প্রমাণ দেয়ার জন্যও আহ্বান জানান কর্মকর্তারা।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]