04/20/2025 উত্তর কোরিয়ার সেনাদের কোথায় মোতায়েন করেছে রাশিয়া?
রাজ টাইমস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪ ১৬:৪৮
রাশিয়ার সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা যোগ দিয়েছেন বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধান বৃহস্পতিবার এমন দাবি করেছেন। ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক ইউনিট রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে।
একটি লিখিত বিবৃতিতে গোয়েন্দা প্রধান বলেছেন, ইউক্রেনের সেনা ইউনিটগুলি রাশিয়ায় প্রশিক্ষিত, তারা এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে। খবর আনাদোলুর।
এতে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ১২ হাজার উত্তর কোরীয় সেনা যোগ দিয়েছেন। ইউক্রেনের গোয়েন্দা বিভাগের মতে, ১২ হাজার সেনার মধ্যে ৫০০ জন অফিসার ও তিনজন জেনারেল রয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সেনাদের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ, বিছানা, শীতের পোশাক, জুতা ও পরিচ্ছন্নতা সরঞ্জাম দেওয়া হয়েছে।