24614

04/19/2025 গত ৩ সপ্তাহে উত্তর গাজায় ১ হাজার মানুষ হত্যা করল ইসরাইল

গত ৩ সপ্তাহে উত্তর গাজায় ১ হাজার মানুষ হত্যা করল ইসরাইল

রাজটাইমস ডেস্ক

২৮ অক্টোবর ২০২৪ ১৮:৪৪

গত ৩ সপ্তাহে উত্তর গাজায় অন্তত এক হাজার মানুষ হত্যা করেছে ইসরাইল। আজ সোমবার ভোর থেকে সেখানে ইসরাইলি হামলা কমেছে। এর একটি কারণ হলো ইসরাইলি সামরিক বাহিনীকে কৌশলগতভাবে প্রত্যাহার করা।

বিষয়টি আলোচনায় রাখার জন্য ইসরাইলি সেনাবাহিনী কিছু দিন ধরে আক্রমণাত্মকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এরপর কৌশলগত পদক্ষেপে ফিরে যায়।

উত্তর গাজায় সেনা অভিযানের গত ২৪ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। একই প্যাটার্ন আমরা গাজাজুড়ে দেখতে পাই।

ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আটকে পড়া মানুষও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সামরিক হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৬ ফিলিস্তিনি নিহত এবং ২৭৭ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]