24628

12/12/2025 রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক:

২৯ অক্টোবর ২০২৪ ১৬:২৭

রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে বাসচাপায় মারিয়া আক্তার যুঁথি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

যুঁথি মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার মেয়ে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।

এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা যায়নি। তবে সেটি কোন পরিবহনের সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]