24638

04/03/2025 রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৪ ১৭:৪০

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকার সাগুয়ান ঘুন্টি নামক স্থান থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটককৃত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৪২) একই এলাকার আজিজুল হকের ছেলে।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী আরিফুল অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালায়। এসময় তার বসতবাড়ীর ভিতরে থাকা মাটির চুলার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬’শ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]