04/19/2025 উত্তর গাজায় আবাসিক ভবনে হামলা, নিহত বেড়ে ১০৯
রাজটাইমস ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪ ২২:০০
উত্তর গাজায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ১০৯ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, গাজার কামাল আদওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাইত লাহিয়ায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ১০৯ জন নিহত হয়েছে। এছাড়া এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আরো বলেন, ইসরাইল যে ভবনে হামলা চালিয়েছে, সেখানে ২০০ জন লোক থাকতো। এ পর্যন্ত ৮৩ জনকে দাফন করা হয়েছে।
এর আগে গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, বাইত লাহিয়ায় আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ৯৩ জন নিহত হয়েছে। এছাড়া এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।
আল-থাওয়াবতা আল জাজিরাকে জানিয়েছেন, আহতদের অনেককে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স কামাল আদওয়ানে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাসপাতালটির কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। সেজন্য আহতদেরকে তারা চিকিৎসা দিতে পারেনি।
সূত্র : আল জাজিরা