24679

04/18/2025 কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ ২

কচুক্ষেতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, গুলিবিদ্ধ ২

রাজ টাইমস ডেস্ক

৩১ অক্টোবর ২০২৪ ১৪:২০

রাজধানীর মিরপুর-১৪ নম্বর সেকশনের কচুক্ষেত এলাকায় গার্মেন্টসকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

আহতরা হলেন— সেন্টেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়।

সেজন্য আজ সকালে সেটির কর্মচারীরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ আহত আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আল আমিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিল। তখন সে পিঠে গুলিবিদ্ধ হয়।

আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। সে ডান পায়ে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ আহত দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]