24697

04/20/2025 আনসার আলীর মৃত্যুতে জামায়াতের শোক

আনসার আলীর মৃত্যুতে জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক

১ নভেম্বর ২০২৪ ১৬:৩৯

গত ২৮ অক্টোবর সন্ধ্যাা ৬ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী প্রবীণ রুকন আনসার আলী (৮৩)হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

মুরহুম আনসার আলীর জানাযার নামাজ মালোপাড়া মাদ্রাসা মাঠে রাত্রি ৯.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উক্ত যানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, বোয়ালিয়া উত্তর আমির আব্দুল হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাযা শেষে হেতেম খাঁ কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিক হুসাইন, এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রটারি জনাব ইমাজ উদ্দিন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেদৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও রাজশাহীতে ইসলামী আন্দোলনে তার সক্রিয়তা ও ভূমিকার অবদানের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফেরদাউসের জন্য মাগফেরাত কামনা করেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]