24709

04/19/2025 ইসরায়েলজুড়ে রাতভর হিজবুল্লাহর হামলা, আহত ৩০

ইসরায়েলজুড়ে রাতভর হিজবুল্লাহর হামলা, আহত ৩০

রাজটাইমস ডেস্ক

২ নভেম্বর ২০২৪ ১৪:২৫

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা শুক্রবার (১ নভেম্বর) রাতভর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে।

এসব হামলায় কয়জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে তা জানায়নি, তবে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী আইডিএফ। খবর টাইমস অব ইসরায়েলের।

সবচেয়ে বেশি আহত হয়েছে্ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর তিরায়, সেখানে হিজবুল্লাহর একটি রকেট হামলায় একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ছাড়াও শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানী তেলআবিবের কাছে একটি ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে গ্লিলট গোয়েন্দা ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।

এছাড়া শুক্রবার রাতে উত্তরাঞ্চলেও ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সময় পশ্চিম গ্যালিলে ড্রোন হামলার সাইরেন বাজলে থাকে।

রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর তিরাতে লেবাননের রকেট হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এছাড়াও বন্দরনগরী হাইফা এবং গ্যালিলে প্রায় ১০ বার রকেট হামলা চালানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]