24715

04/20/2025 বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর ২০২৪ ১৬:২৫

কৃষি পণ্য না পেয়ে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। এদিনও কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী টু ঢাকার তেজগাঁ রেলওয়ে স্টেশনে পৌঁছায় ট্রেনটি। এতে করে বিপাকে পড়েন রেল কর্তৃপক্ষ। ফলে একদিন চলা-চল করেই বন্ধ করে দেয়া হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও ১৫০ কেজি ডিমের খাঁচি পরিবহণ করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে জানায়, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা নিয়ে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ চালু করা হয়। প্রতিকেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে ১ টাকা ৩০ পয়সা ও রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা খরচ নির্ধারণ করা হয়। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছানোর রুট ছিলো।  গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। বেলা সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়। শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়। 

এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানাজার (ডিআরএম) নূর মোহাম্মদ বলেন, ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’টি শুধুমাত্র উদ্বোধনের দিনই চলেছে। তারপর থেকে তা বন্ধ রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]