24744

04/19/2025 নির্বাচনের আগে গাজা যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন কমলা

নির্বাচনের আগে গাজা যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন কমলা

রাজ টাইমস ডেস্ক:

৪ নভেম্বর ২০২৪ ১৩:৪২

এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে গাজা যুদ্ধ বন্ধের অঙ্গীকার করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। সোমবার (৪ নভেম্বর) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই মুহূর্তে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন কমলা। সেখানে তিনি বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি সব কিছু করব। মিশিগানে আরব আমেরিকানদের উদ্দেশ করে তিনি এই বার্তা দিয়েছেন।

কমলা হ্যারিস বলেছেন, মিশিগান, আমি এখানে আপনার ভোট চাইতে এসেছি। আমরা চাই আপনারা সবাই ভোট দেবেন। এই নির্বাচনে আপনারা পার্থক্য তৈরি করবেন।

এদিকে সিএনএনের এক জরিপ বলছে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান মিশিগানে তেমন নেই। কমলা হ্যারিস মাত্র এক শতাংশ এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবোর্নে নির্বাচনী প্রচারণা চালান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]