2476

04/19/2025 ২৪ ঘন্টায় বিভাগজুড়ে করোনায় প্রাণহানি ৩

২৪ ঘন্টায় বিভাগজুড়ে করোনায় প্রাণহানি ৩

রাজটাইমস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০২০ ২৩:৩০

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও তিনজন। ফলে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ৩৫৫ জনের মৃত্যু হলো।

নিহত তিনজনের একজন জয়পুরহাটের ও বাকি দুইজন বগুড়ার।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নিয়মিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনটিতে আরো জানানো হয়, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২১৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে নয়জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় পুরো বিভাগেজুড়ে নতুন ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪১ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮২৬ জন। এদের মধ্যে ২১ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৮৬ জন।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]