04/20/2025 ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৫ নভেম্বর ২০২৪ ২০:২১
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ধামইরহাট টিএমএসএস কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এর সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
ধামইরহাট টিএমএসএস শাখা কার্যালয়ে টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচই এন্ড এসপি) এর উদ্যোগে স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন ধামইরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইব্রাহিম হোসেন।
সংস্থার মেডিকেল এ্যাসিসটেন্ট মোসা. সাথী বেগমের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজিপুর জোনাল হেড মো. মাসুদ জাহেদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কর্মসূচির ডিডি পিএইচই এন্ড এসপি মো. সাজ্জাদ হোসেন, সহকারি ডোমেইন প্রধান মো. ওয়াহিদুজ্জামান বাবুল, নজিপুর অঞ্চল প্রধান মো. আশরাফুল আলম, শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেন প্রমুখ। কর্মসূচি উদ্বোধন শেষে সংস্থার ২৬জন কে মাত্র ১০ টাকায় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।