24771

04/19/2025 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ১৭৭, কমলা ৯৯

রাজটাইমস ডেস্ক

৬ নভেম্বর ২০২৪ ০৮:২৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বেশ কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৭৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৯৯ ইলেক্টোরাল ভোট। খবর এপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ৫০টি অঙ্গরাজ্যে। টাইম জোনের তারতম্য থাকায় রাজ‍্যগুলোতে ভোটগ্রহণ ও সম্পন্ন হয় ভিন্ন ভিন্ন সময়ে। প্রথম রাজ্য হিসেবে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে।

ভোটের দিন সকাল ৭টা থেকে থেকেই ক‍্যালিফোর্নিয়ার লস অ‍্যাঞ্জেলেস শহরের অক্সফোর্ড ও থার্ড স্ট্রিটের ওয়াইএমসি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটারদের বেশির ভাগই বাংলাদেশি ও দক্ষিণ এশীয়।

ভোট শুরুর বেশ আগেভাগেই লাইন দিয়ে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ লাইন আরও দীর্ঘ হয়। ভোটাররা বলেছেন, এত সংখ্যক ভোটারের উপস্থিতি এর আগে কখনও দেখা যায়নি। সেইসঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও এ অপেক্ষা অস্বস্তির ছিল না বলে জানান ভোটারদের কেউ কেউ।

এদিকে, ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট থার্টি ফোর থেকে কংগ্রেসম‍্যান প্রার্থী সময় সংবাদকে জানান তার প্রত‍্যয়ের কথা। গত নির্বাচনে মাত্র এক শতাংশ ভোটে পরাজিত হয়ে এবারও লড়ছেন তিনি।

চরম উত্তেজনার এই নির্বাচনের ফল পেতে দেরি হওয়ার কথা আগে ভাগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব। ভোটগ্রহণ, যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনার সঙ্গে যুক্ত নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে এবং দ্রুত ফল প্রকাশে নিরলসভাবে কাজ করছেন বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]