03/19/2025 এইউবিতে 'ইসলামে দারিদ্র্য বিমোচন: নীতি ও অনুশীলন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি:
৭ নভেম্বর ২০২৪ ১২:১৭
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তে সামাজিক বিজ্ঞান ইনিস্টিউট (এসএসআই) এর আয়োজনে ইসলামে দারিদ্র্য বিমোচন: নীতি ও অনুশীলন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর ) বিকালে আশুলিয়ায় এইউবি'র স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনারের আয়োজন করা হয় ।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নূরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য, এইউবি। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসিফ হাসান রাজু।
সেমিনারটি সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান ইনিস্টিউটের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ওসমান গনি।
মূখ্য আলোচকের আলোচনায় প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক তার বক্তব্যে দারিদ্র্য বিমোচনের ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেন।
এসময় তিনি বলেন, ইসলাম দারিদ্র্য বিমোচনের জন্য একটি সুনির্দিষ্ট নীতি এবং কৌশল প্রদান করেছে, যা মানব সমাজে ন্যায়বিচার, সাম্য এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দারিদ্র্য বিমোচনে তিনটি প্রধান কৌশল রয়েছে, যেগুলো হলো: ইতিবাচক কৌশল (Positive Measures), প্রতিরোধমূলক কৌশল (Preventive Measures), এবং সংশোধনমূলক কৌশল (Corrective Measures)। তিনি বলেন, আয় বৃদ্ধির সুযোগ, সমান অধিকার, দারিদ্র্যের মূলে থাকা দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন নিশ্চিত করা হলে প্রকৃতপক্ষে দারিদ্র্যের শেকড় উপড়ে ফেলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ইসলাম শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার সমাধান করে না, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যা সামাজিক ন্যায়বিচার, পারস্পরিক সহানুভূতি এবং সামগ্রিক উন্নয়নের উপর জোর দেয়। দারিদ্র্য বিমোচনে এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে সমাজে সত্যিকার পরিবর্তন আসবে এবং মানুষের জীবনমানের উন্নতি ঘটবে।
আলোচক মো. আসিফ হাসান রাজু তার বক্তব্যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ইসলামিক নীতিমালা শুধু যাকাত বা দান-খয়রাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিক সাম্যতা ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে। ইসলামিক সমাজব্যবস্থা দারিদ্র্য বিমোচনের জন্য একটি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করে যেখানে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সামগ্রিকভাবে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান তৈরি করা সম্ভব।
উল্লেখ, সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।