24806

04/19/2025 বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা

বৈরুতের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলা

রাজটাইমস ডেস্ক

৮ নভেম্বর ২০২৪ ১১:৪৩

লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবারের হামলার মধ্যে লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা অন্তর্ভুক্ত ছিল। ইসরাইলি সামরিক বাহিনী লোকজনকে ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করার পরে এই হামলা সংঘটিত হয়।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, তারা বৈরুতে হিজবুল্লাহর সদর দফতর ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর নতুন নেতা বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘শান্তির আবেদন করতে বাধ্য না হওয়া পর্যন্ত তার বাহিনী ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ১৩ মাস ধরে চলা সংঘর্ষে লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নাটকীয়ভাবে সহিংসতা বৃদ্ধি এবং ১ অক্টোবর ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করার পর থেকে বেশিভাগ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের বেশি মানুষ।

গাজার উত্তরাঞ্চলে যেখানে ইসরাইলি বাহিনী গত মাসে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে তাদের আক্রমণ জোরদার করেছে, জাতিসঙ্ঘ অনুমান করেছে সম্প্রতি সেখানে এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বুধবার সংবাদদাতাদের বলেন, ‘গাজার উত্তরাঞ্চলে আনুমানিক ৭৫ থেকে ৯৫ হাজার মানুষ অবস্থান করছে। গত এক মাসে সেখানে নিহতের সংখ্যা শত শত হবে বলে ধারণা করা হচ্ছে।’

ইতিবাচক সংবাদ হলো, মঙ্গলবার পোলিও টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে।

বুধবার জাতিসঙ্ঘে ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ২৮ অক্টোবর ইসরাইলে দু’টি নতুন আইন পাস করার পর আন্তর্জাতিক সমর্থনের আবেদন জানান। ওই আইনে ইউএনআরডব্লিউএ’কে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। আগামী বছরের শুরুর দিকে এগুলো কার্যকর হওয়ার কথা রয়েছে।

ইসরাইলি কর্মকর্তারা বছরের পর বছর ধরে ইউএনআরডব্লিউর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, হামাস সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের স্কুলগুলো ব্যবহার করে এবং ইসরাইলবিরোধী পাঠ্যক্রম প্রচার করে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর এই বাগাড়ম্বর আরো জোরদার হয় এবং জানুয়ারিতে ইসরাইল অভিযোগ করে যে, ইউএনআরডব্লিউ’র ১২ জন কর্মী এই হামলায় জড়িত ছিল। ওই কর্মীদের তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়।

সূত্র : ভিওএ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]