24857

04/19/2025 লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪০

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২৪ ০৮:৫৯

লেবাননের দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার আগে ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও কোনও সতর্কতা জারি করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

শনিবার (৯ নভেম্বর) আশেপাশের শহরগুলোতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ এবং তার সহযোগী আমালের সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী গোষ্ঠীর সাতজন চিকিৎসকসহ ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঐতিহাসিক শহর বালবেকের আশেপাশে পূর্ব সমভূমি জুড়ে শনিবার ইসরায়েলি হামলায় অন্তত আরও ২০ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, টায়ার এবং বালবেক এলাকায় হিজবুল্লাহ অবকাঠামোগত হামলা করা হয়েছে, যেখানে যোদ্ধা, ‘অপারেশনাল অ্যাপার্টমেন্ট’ এবং অস্ত্রের দোকান রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক বছরে ইসরায়েলের হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]